আঁকিবুকি

খেয়ালী লেখা

Posts Tagged ‘Apprehensive

শঙ্কাতুর

leave a comment »

 

কত কাজ করা হয় না ।
অন্তরমাধুরী বৃথা যায় ।
ভ্রান্তির আশঙ্কায়,
প্রথম পদক্ষেপ নেওয়া হয় না ।
অবসাদ প্রাচীরের মত
বহির্বাতাসের পথ রুদ্ধ করে রাখে ।

কত কথা বলা হয় না ।
মাহেন্দ্রমুহূর্ত বৃথা যায় ।
প্রত্যাখ্যানের আশঙ্কায়,
মন-বাক্যের মেলবন্ধন হয় না ।
একাকীত্ব শাণিত অস্ত্রের মত
শব্দের সংসার ধ্বংস করে ।

কত চোখে চাওয়া হয় না ।
আকুল আহ্বান বৃথা যায় ।
আশাভঙ্গের শঙ্কায়,
নিঃশব্দ দৃষ্টির ভাষা অপঠিত থাকে ।
নিরর্গল অশ্রুর প্লাবন
নিয়ত আশ্রয়চ্যুত করে ।

ভীরু আমি, নিঃস্ব আমি,
বিভ্রান্ত, নিরবলম্ব আমি –
দিনরাত্রি চরাচরে ভাসি ।

 

 


Written by মালিনী

ফেব্রুয়ারি 21, 2009 at 8:17 পুর্বাহ্ন